মসজিদের মাইকে গুজব ছড়ানোর অভিযোগে ২ ইমামসহ গ্রেপ্তার ৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:৪০ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ১২:৪০ PM
মসজিদের মাইকে গুজব ছড়ানোর অভিযোগে দুই ইমামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক দুই ইমাম হলেন দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ইকবাল হোসেন। দেলোয়ার সদর উপজেলার ঘাটুরা বঙ্গবন্ধু হাইস্কুল জামে মসজিদের পেশ ইমাম এবং ইকবাল ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম।
পুলিশ জানায়, তাঁরা দুজন হেফাজতে ইসলামের নেতা। ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের দিন তারা মসজিদের মাইকে গুজব ছড়ালে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা থেকে নন্দনপুর এলাকায় ব্যাপক ভাঙচুরসহ সহিংসতা চালানো হয়। এই অভিযোগে দুই ইমামসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৩৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, গতকাল রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।