বিসিএস ক্যাডার পরিচয়ে প্রেমের পর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ফেসবুকে অভিজিৎ ঘোষের (২২) সঙ্গে পরিচয় হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির এক ছাত্রীর। অভিজিৎ প্রথমে নিজেকে কিছুদিন বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তা এবং পরে বিচারিক হাকিম বলে পরিচয় দিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর এক বন্ধুর সহায়তায় ওই ছাত্রীকে একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় মামলা দায়েরর পর অভিযুক্ত অভিজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার অভিজিৎ ঘোষ বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী ছাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্রী।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, প্রলোভন দেখিয়ে কিছুদিন আগে বন্ধু সত্যজিতের সহায়তায় মেয়েটিকে ফিরিঙ্গিবাজারে এক স্বজনের বাসায় নিয়ে ধর্ষণ করেন অভিজিৎ। বিশ্বাস জন্মানোর জন্য ৫০ টাকার দুটি স্ট্যাম্পে ভুয়া স্বাক্ষর করে বিয়ের ভুয়া হলফনামা তৈরি করেন। পরে গত ২১ মার্চ সত্যজিতের সহায়তায় আবারও একই বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে অভিজিৎ।
ওসি জানান, ওই দিন অভিজিতের আচরণে সন্দেহ হওয়ায় মেয়েটি পুরো বিষয় তাঁর মা-বাবাকে জানান। মেয়ের বাবার চাপে অভিজিৎ-সত্যজিৎ ওই বাসায় যান। সেখানে তাঁরা গিয়ে হুমকি-ধমকি দেন। এরপর মেয়েটি কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ অভিজিৎকে গ্রেপ্তার করেছে এবং অপর আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।