ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছাত্রলীগ কর্মীর, চবি ছাত্র কারাগারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছাত্রলীগের এক কর্মীর  ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। আহসানুল বান্না তামিম নামের ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।

ওই ছাত্রকে গত সোমবার আটক করা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মোমিমুল ইসলাম মোহন মামলাটি করেন। রোববার বিষয়টি জানা যায়। তাকে গত সোমবার আদালতে হাজির করা হয়। পরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহারের আদেশে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, গত সোমবার মোমিনুল হক মামুনের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় তামিম নামের এক ছাত্রকে আটক করা হয়।

এ প্রসঙ্গে মোমিনুল ইসলাম মোহন বলেন, ‘দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়াচ্ছে তামিম। মামুনুল হক ইস্যুতেও সে উস্কানিমূলক লেখালেখি করেছে। সরকারবিরোধী প্রচারের স্ক্রিনশটসহ তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তামিম দীর্ঘদিন ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী লেখালেখি করছেন, যার প্রমাণ আছে। পাঁচ-সাতটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে গুজব রটাচ্ছিলসে। তামিম মামুনুল হককে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে।’ ধর্মীয় উসকানিও দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


সর্বশেষ সংবাদ