আত্মহত্যার আগে চিরকুট লিখে গেছেন সেই করোনা রোগী
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১ তলা থেকে লাফিয়ে পড়ে আসিফ ইকবাল সনি নামের এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। চিরকুটটি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলার ১১০৬ নম্বর কেবিন থেকে উদ্ধার করেছে পুলিশ। এই রুমেই ছিলেন সানি।
চিরকুটের লেখাটি তেমন স্পষ্ট ছিল না। তবু পুলিশ সদস্যরা পড়ার চেষ্টা করেছেন। এতে লেখা ছিল, ‘আমি স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিলাম। আমাকে মুসলিম রীতিতে দাফন করা হোক।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, আসিফ ইকবাল সনির বয়স ৫০ বছর। তিনি অবিবাহিত। রাজধানীর ইস্কাটনে তার বাসা। আত্মীয়রা বেশিরভাগ আমেরিকা থাকেন। তার সঙ্গে হাসপাতালে কেউ ছিল না।
তিনি দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজের একজন ঊর্ধ্বতন চিকিৎসকের রেফারেন্সে ভর্তি ছিলেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ১০টার দিকে হঠাৎ তিনি হাসপাতালের কেবিনের বাইরের রেলিং থেকে লাফ দেন। পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাসিবের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি বলেন, হাসিব ইকবাল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের ১১ তলায় ভর্তি ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, তার রুমে এক পাতার সুইসাইড নোট পাওয়া গেছে। সেটাতে ‘আমি স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিলাম। আমাকে মুসলিম রীতিতে দাফন করা হোক,’ লেখা ছিল। তার পরিবারে কেউ নেই। সৎ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনি আসছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।