লকডাউনে জরিমানা দেওয়া ডাক্তার ফেরত পাবেন টাকা

তিন হাজার টাকার জরিমানাপত্র
তিন হাজার টাকার জরিমানাপত্র  © সংগৃহীত

রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক নাজমুল ইসলামের কর্মস্থলে আসার পথে পুলিশ চেকপোস্টে দেওয়া জরিমানার টাকা ফেরত পাবেন বলে জানা গেছে। বুধবার রাতে চিকিৎসক নাজমুল ইসলাম ও পুলিশের একটি সূত্র জরিমানা মওকুফের এই বিষয়টি নিশ্চিত করেছেন।  

নাজমুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে একজন পুলিশ কর্মকর্তা তাঁকে ফোন করে জরিমানা হিসেবে আদায় করা টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কাজ সেরে ফেরার পথে তিনি টাকা ফেরত নিতে পারবেন।

এদিকে পুলিশ সূত্র জানায়, সারা দিনে কয়েক হাজার চিকিৎসক কাজে বেরিয়েছেন। যাঁরা পরিচয়পত্র দেখিয়েছেন তাঁদের বেশির ভাগ কোনো সমস্যায় পড়েননি। অল্প কয়েকজন সমস্যায় পড়েছেন। জরুরি সেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখালে সমস্যায় পড়বেন না।

জানা যায়, নাজমুল ইসলাম রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক।‌ সকালে মুন্সিগঞ্জ থেকে নিজের গাড়িতে কর্মস্থলে আসার পথে পুলিশ চেকপোস্টে তাঁকে থামতে হয়। সেখানে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি জানিয়ে তাঁর স্ত্রী ইসরাত জাহান ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এরপর বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার জন্ম হয়।


সর্বশেষ সংবাদ