নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসা খোলা, জরিমানা গুনলেন শিক্ষক
কোভিড-১৯ রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোণায় মাদ্রাসা খোলা রাখার অভিযোগে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরান মাদ্রাসা শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপজেলার বাহাদুরপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে মাওলানা মাহবুবকে (৪৫) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া।
সুলতানা রাজিয়া জানান, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরআন মাদ্রাসায় প্রায় ২০ জন ছাত্রীর উপস্থিতি দেখা যায়। এ সময় ছাত্রীদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাহবুব সরকারি বিধি-নিষেধ না মেনে কার্যক্রম চালানোয় দণ্ডবিধির ২৬৯ ধারায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি জানান, ‘আদালতের কাছে ওই শিক্ষক অঙ্গীকার করেছেন-পরবর্তীতে আর সরকারি নির্দেশ অমান্য করে মাদ্রাসার কাজ চালাবেন না।’