মাদ্রাসা থেকে শতাধিক চাকু উদ্ধার
রাজধানীর ইসলামবাগে একটি মাদ্রাসায় তল্লাশি চালিয়ে শতাধিক চাকু উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় চকবাজারের ইসলামবাগে অবস্থি জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় এ অভিযান শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘শতাধিক চাকু উদ্ধার করা হয়েছে সেখান থেকে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, কোরবানির ঈদের সময় সেগুলো ব্যবহার করা হয়।’
সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শুক্রবার তাদের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে। এর ভিত্তিতে অভিযান শুরু হয়।’ এ সময় এক প্রশ্নের জবাবে কুদরত ই খোদা বলেন, উদ্ধার করা চাকুগুলো পুলিশ হেফাজতে থাকবে। কোরবানির ঈদের সময় প্রয়োজন হলে সেগুলো ফেরত দেওয়া হবে।
পুরান ঢাকার বড় কওমি মাদ্রাসাগুলোর একটি জামেয়া ইসলামিয়া ইসলামবাগ। এর পরিচালনায় জড়িতরা হেফাজতে ইসলামের নেতৃত্বে রয়েছেন।