মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু, পালাল চালক

নিহত স্কুলছাত্রী হাফসা
নিহত স্কুলছাত্রী হাফসা  © সংগৃহীত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার পাথালিয়া এলাকার দোলা ফিলিং স্টেশনের সামনে সোমবার (২২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মোসা. হাফসা (১৩)। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের মো. খায়ের শেখের মেয়ে হাফসা। সে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। চালক এবং ওই ছাত্রী প্রেমিক-প্রেমিকা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাতে একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল হাফসা। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাফসা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে মোটরসাইকেল চালক ওই যুবকের পরিচয় জানা যায়নি। তারা প্রেমিক-প্রেমিকা বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ