সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্লাস, ২ বিদ্যালয়কে জরিমানা

অভিযান চলছে
অভিযান চলছে  © সংগৃহীত

করোনা মহামারিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে স্কুলের কার্যক্রম পরিচালনা করায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুইটি বিদ্যালয়কে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। অভিযানকালে শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুলকে ১০ হাজার ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। তিনি জানান, করোনার বিস্তার রোধে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশ অমান্য করে শেরপুরের বিভিন্ন জায়গায় গোপনে স্কুলের কার্যক্রম পরিচালনা করে আসছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরো জানান, এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুলকে ১০ হাজার ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনাকালে উপজেলার একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ