জামিনে বেরিয়ে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৯:০৪ PM , আপডেট: ২২ মার্চ ২০২১, ০৯:০৭ PM
খুলনার ফুলবাড়ি এলাকায় জামিনে বেরিয়ে আসামিরা হত্যা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মামলার বাদী শেখ হেমায়েতউদ্দিন নামের এক ব্যক্তি।
শেখ হেমায়েতউদ্দিন খুলনার ফুলবাড়ি গেটের বাসিন্দা। সংবাদ সম্মেলনে শেখ হেমায়েতের ভাই মো. শাহাবুদ্দিন, জুয়েল, শ্বশুর এমআই সিদ্দিক, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেখ হেমায়েতউদ্দিন জানান, ২০২০ সালের ২১ জানুয়ারি তার ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসুল আহমেদ জিম অপহৃত হয়। একদিন পর সাতক্ষীরা শহরের চালতেতলা বাগান বাড়ির লিটনের বাড়ির প্রাচীর ঘেরা উঠনে মাটি চাপা দেওয়া অবস্থায় রাসুলের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসুলের সহপাঠী জাহিদ হাসান ও তার স্ত্রী শাম্মী আক্তার টুনি গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তারা প্রথমে পুলিশ ও পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা রাসুলকে হত্যার দায় স্বীকার করে। পরে পুলিশ এ মামলায় চার্জশীট দেয়।
তিনি অভিযোগ করে বলেন, গত ৩ জানুয়ারি জাহিদ ও তার স্ত্রী জামিন নিয়ে কারাগার থেকে বের হয়। বর্তমানে তারা মামলা প্রত্যাহারের জন্য তাদের পরিবারকে নানাভাবে হুমকিধামকি দিচ্ছে। মামলা না তুললে তার পরিবারে আরও ক্ষতি হবে বলেও শাসিয়েছে। হুমকি দিয়ে জাহিদ আরও বলেছে, ‘একটি মার্ডারে যা , দুটি মার্ডারেও একই সাজা হবে। দুই লাখ টাকা দিয়ে জামিন নিয়েছি।’
তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলে হত্যার বিচার দাবি করেন।