১৯ মার্চ ২০২১, ১০:১৯

প্রেমের টানে দেশের সীমানা পেরিয়ে ভারতে স্কুলছাত্রী

  © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী প্রেমের টানে দেশের সীমানা পাড়ি দিয়ে ভারতে গিয়েছে তার প্রেমিককে খুঁজতে। পরে তার গতিবিধি লক্ষ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর অই স্কুলছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে পারিবারের কাছে হস্তান্তর করে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দেওয়ানগঞ্জের সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর। বৃহস্পতিবার বিকেলে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় সে। সেখানে গিয়ে প্রেমিক আক্তার হোসেনকে খুঁজতে থাকে।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিএসএফ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই সে জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠায়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।