মেডিকেল প্রশ্ন ফাঁস ফাঁদে বহু তরুণী তার শয্যাসঙ্গী!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১১:৪৬ PM , আপডেট: ১৪ মার্চ ২০২১, ১১:৪৬ PM
মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস ও এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ বাড়িয়ে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া ও অশ্লীল ছবি ধারণ করে নারী শিক্ষার্থীদের ব্লাকমেইলের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার (১৪ মার্চ) রাজধানীর খিলগাও থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নাম রাফসান চৌধুরী ওরফে তানভীর (৩১)।
জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চান্স পাইয়ে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত তানভীর। এক সময় নারী ছাত্রীদের বিভিন্ন ফাঁদে ফেলে তাদের সাথে যৌন সম্পর্ক গড়ে তুলত সে। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে পরে তাদের ব্লাকমেইল করত তানভীর। এর আগেও একই অভিযোগে দুইবার গ্রেফতার হয়েছিল সে। জামিয়ে বেরিয়ে এসে আবার একই কাজে জড়িয়ে পড়ে তানভীর।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, তানভীর নিজে এসএসসি পাস করেনি। পাঠ্য পুস্তকের জ্ঞান না থাকলেও অত্যন্ত চালাক প্রকৃতির সে। তার হাত থেকে স্কুলের শিক্ষিকা এমনকি ব্যাংক কর্মকর্তাও রেহায় পায়নি। ফেসবুকে বিভিন্ন নামে গ্রুপ খুলে সেখানে প্রশ্নফাঁস, জিপিএ বাড়িয়ে দেয়ার বিজ্ঞাপন দিত সে। এরপর নানাভাবে ছাত্রীদের ফাঁদে ফেলত তানভীর।
এ প্রসঙ্গে জানতে চাইলে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, অনেকগুলো অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন মাদক ব্যবসায়ী। আটকের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।