১৪ মার্চ ২০২১, ১১:৫৩

ঢাবি ছাত্রী ধর্ষণ: নুরদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ এপ্রিল

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৪ মার্চ) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী লালবাগ থানায় ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। অপর আসামিরা হলেন- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক আহবায়ক হাসান আল মামুন (২৮), যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), সহ-সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি (২৩)।

একই বাদী গত বছরের ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হাসান আল মামুনকে প্রধান আসামি করে আরেকটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় নুরুল হক নুরসহ আরও পাঁচজনকে আসামি করা হয়।

গত ২২ সেপ্টেম্বর আদালত মামলার এজাহার গ্রহণ করে কোতোয়ালী থানার পরিদর্শক (নিরস্ত্র) নুর আলমকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে, গত ১১ অক্টোবর আসামি মো. সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা দুজন কারাগারে আছেন।