০৬ মার্চ ২০২১, ০৮:১৭

টিএসসিতে গাঁজা সেবনকালে ইডেন ছাত্রীসহ আটক ৩

টিএসসিতে গাঁজা সেবনকালে ইডেন ছাত্রীসহ আটক ৩
টিএসসি ও ইডেন কলেজ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। শুক্রবার (৫ মার্চ) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল, আরাফাত আহমেদ সাদ নামে একজন বহিরাগত ও রাজধানী ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার।

জানা গেছে, টিএসসিতে ভিতরে গাঁজা সেবন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তিনজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আটক তিনজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।