নৃসংশ হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের (ভিডিও)

মেসে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
মেসে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ  © টিডিসি ফটো

বরিশালে রাতের আঁধারে মেসে মেসে সশস্ত্র সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের নৃসংস পিটুনিতে ও কোপে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এর প্রতিবাদে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সামনের ঢাকা-পটুয়াখালী ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে দক্ষিণবঙ্গের প্রায় পাঁচ জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

জানা গেছে, হামলার প্রতিবাদে সকাল থেকে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় রাস্তায় ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা। ভাংচুর করেন কয়েকটি যানবাহন। বেলা বাড়ার সঙ্গে আরো অনেক শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।

গভীর রাতে মেসে ঢুকে ববি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ১৫

বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, গতকাল রাতে শিক্ষার্থীদের উপর অপারেশন সার্চ লাইটের মতো যে বর্বরোচিত হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। রাজপথ ত্যাগ করবো না।

এর আগে গতকাল রাত আনুমানিক ১টার দিকে নগরীর রূপাতলি হাউজিংয়ে শিক্ষার্থীদের মেসে ববি শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুব্রত কুমার দাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গভীর রাতে আমাদের নিরপরাধ শিক্ষার্থীদের উপর আমানবিক হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলার ঘটনার শুনার পর পরই থেকেই প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছে।


সর্বশেষ সংবাদ