২৯ বছরের কর্মস্থলে মিলল শিক্ষকের মরদেহ

শিক্ষক আব্দুর রাজ্জাক
শিক্ষক আব্দুর রাজ্জাক  © সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড বাসা থেকে শিক্ষক আব্দুর রাজ্জাকের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলেরই সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে তিনি ২৯ বছর দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি বরগুনার বামনা থানার হুসনিচোড়া গ্রামে। সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, প্রায় ২৯ বছর ধরে এই স্কুলে চাকরি করছিলেন তিনি। পাশের একটি গ্রামেই থাকতেন। অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন আব্দুর রাজ্জাক।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক বলেন, দু’দিন আগে স্ত্রী ও বড় ছেলের সঙ্গে ঝগড়া করে শিক্ষক রাজ্জাক বাসা থেকে বের হয়ে যান। পরে শুক্রবার টিনশেড বাড়ির ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটি স্কুলের সাবেক প্রধান শিক্ষকের ছিল। ওই বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বড় ছেলের টাকা প্রয়োজন ছিল। তা জোগাড় করা নিয়ে ঝগড়ার পর বাসা থেকে বের হয়ে যান। টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করতে পারেন বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ