জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী দীপন হত্যা মামলার রায় আজ

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন   © ফাইল ফটো

আলোচিত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। গত ২৪ জানুয়ারি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান ঘোষণার জন্য আজকের দিন (১০ ফেব্রুয়ারি) ধার্য করেন। এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। 

ওইদিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম সারোয়ার জাকির বলেন, ‘ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। রায়ে ওই আট আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।’

আর আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘মামলায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। তবে কোনো সাক্ষী মামলার সঙ্গে আসামিরা জড়িত- এমন কথা বলেনি। রায়ে সবাই খালাস পাবেন বলে প্রত্যাশা করছি।’

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে খুন হন দীপন। সেদিনই তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। এতে আটজনকে অভিযুক্ত করা হয়। এছাড়া ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান ২০১৯ সালের ১৩ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।


সর্বশেষ সংবাদ