০৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬

প্রেম নিয়ে বিরোধে কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র খুন

নিহত রোহান  © সংগৃহীত

সাভারের কিশোরগ্যাংয়ের দ্বন্দ্বের পরিণামে রোহান নামের এক স্কুলছাত্র ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেম সংক্রান্ত বিরোধের জেরেই সে খুন হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাভারের ব্যাংক কলোনী মাদরাসা মসজিদের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোহান সেখানকার উলাইল এলাকার আব্দুস সোবহানের ছেলে। এবার পৌরসভার রোদেলা মডেল একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্বজনরা জানিয়েছেন, শনিবার রাত ৮টার দিকে রোহানকে অনুসরণ করে পূর্বপরিকল্পিতভাবে কিশোরগ্যাংয়ের দুই সদস্য প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, এক বন্ধুর সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে রোহান। সেই বিরোধ দৃশ্যত মিমাংসাও হয়। তবে তার জেরেই প্রকাশ্যে হত্যা করা হয় রোহানকে বলে মনে করছেন পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। হত্যাকারীদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।