০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩

বিদ্যালয়ের ভবনে ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ

নেত্রকোনার পূর্বধলায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জজ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই স্কুলেরই দশম শেণির ছাত্র ছিল জজ মিয়া। সে উপজেলার দক্ষিণ কাজলা গ্রামের মান্নান মিয়ার ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভগ্নিপতি আজিজুল হক জানান, শান্ত ও মেধাবী ছাত্র ছিল জজ মিয়া। পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসত। এ ভালোবাসাই তার জীবন কেড়ে নিল। কয়েকদিন আগেও জজ মিয়াকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়ে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ভিমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।