বরিশালে করোনার মধ্যে কোচিং, পরিচালককে জরিমানা

বরিশালের হাতেখড়ি কোচিং সেন্টার
বরিশালের হাতেখড়ি কোচিং সেন্টার  © সংগৃহীত

বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে করোনার মধ্যে কোচিং সেন্টার পরিচালনায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের অম্বিকাপুর এলাকার হাতে খড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টারকে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুস চন্দ্র দের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছিল। তখন কোচিং সেন্টারের পরিচালক ছাড়াও ছয়জন শিক্ষক উপস্থিত ছিলেন। কোচিং সেন্টারে ৪৫ থেকে ৫০ শিক্ষার্থীদের অভিভাবকও উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত কোচিং সেন্টারে পরিচালক মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিযুস চন্দ্র দে জানান, সরকারি নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। কওমি মাদরাসা বাদে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তবে নির্দেশ অমান্য করে হাতে খড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার পরিচলনা করা হচ্ছিল।


সর্বশেষ সংবাদ