নিজের মেয়ে ও ইউটিউবারের বিরুদ্ধে বিচারপতির জিডি

  © সংগৃহীত

প্রতারণা ও মানহানির অভিযোগ এনে নিজের মেয়ে তুহিন সুলতানা তপু ও ইউটিউব চ্যানেল ‘মজার টিভি’র সিইও মাহসান স্বপ্নের বিরুদ্ধে থানা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিচারপতি (অব.) শামছুল হুদা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় জিডিটি করেন তিনি।

জিডির অভিযোগে বলা হয়, তার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিবার বিচ্ছিন্ন। এর আগে বাসায় গিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়ার অভিযোগে মামলাও হয় তার নামে। তবে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরণের ভিডিও বানিয়ে তাকে হেনস্তা করার পায়তারা চলছে।

জিডির বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, একটা জিডি হয়েছে। বিচারপতি মানহানির অভিযোগ এনে এটি করেছেন। তবে তার মেয়ে যদি কোন অধিকার নিয়ে যায় তাহলে তার বিষয়ে সদয় হওয়ার কথা জানিয়েছেন বিচারপতি।

এ বিষয়ে ‘মজার টিভি’র সিইও মাহসান বলেন, মানবিকতার দিক থেকে বিবেচনা করে ভিডিও তৈরি করা হয়েছিল। ধানমন্ডিতে মায়ের বয়সী এক নারীকে পড়ে থাকতে দেখে আমি ওই ভিডিওটি তৈরি করেছিলাম। কিন্তু সেটা যে আমার জন্য এতটা নেতিবাচক হয়ে দাঁড়াবে তা বুঝতে পারিনি।


সর্বশেষ সংবাদ