সীমানা নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

কক্সবাজার সদরের ইসলামাবাদে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয় চরপাড়া রাবার ড্যাম এলাকায় জমির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। জান্নাতুল জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

এক পর্যায়ে মৃত জাফর আলমের ছেলে আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে রাশেদা বেগম ও তার মেয়ে জান্নাতুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মা-মেয়ের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খুনি আবুল কালাম ঘটনার পর পর গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল হালিম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।


সর্বশেষ সংবাদ