আনুশকার হত্যাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ
রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর হত্যার শিকার হওয়া ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও স্কুলছাত্রীদরে ধর্ষিত হতে হচ্ছে। আজকে এ ধর্ষণের ব্যাধি ছড়িয়ে পড়ছে। এ ব্যাধি থেকে সহজে নিস্তার নেই। বিচারহীনতার কারণে এ ধর্ষণের ঘটনা ঘটছে। কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সদস্য সুস্মিতা মল্লিক, ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন, চারণ সাংস্কৃতিক সংসদের সুপ্তি ও নারীমুক্তি আন্দোলনের নাঈমা খালেদ মনিকা প্রমুখ।
মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন নিহত ছাত্রীর মা। নিহতের ছোট বোন পিয়ানা বলেন, গত এক সপ্তাহ ধরে আমি আর আপু পরিকল্পনা করেছিলাম শুক্রবার ছুটির দিনে বিরিয়ানি রান্না করবো। আপু পোলাও খেতে ভালোবাসতো। বিরিয়ানি রান্না করে বাসার সবাইকে এবং আপুর স্কুলের বন্ধুদেরকে খাওয়ানোর কথা ছিল। আপুর সঙ্গে আর কখনোই বিরিয়ানি রান্না করা হবে না।