মাংস দিয়ে ভাত খাওয়া হলো না স্কুলছাত্র ওয়ালিদের
দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খেতে আব্দার করেছিল শিশু ওয়ালিদ। মা সে আবদার মেটাতে তার কাছে টাকা দিয়ে মুরগি কিনতে পাঠান পাশের বকুলতলা মোড়ে। তবে মুরগী নিয়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্র ওয়ালিদের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক। নিথর দেহ সড়কে পড়ে থাকার খবরে স্বজনরা ছুটে গেলেও আর্তনাদ ছাড়া কিছুই করার ছিল না তাদের। শনিবার (২ জানুয়ারি) চৌগাছা-ঝিকরগাছা সড়কের জাহাঙ্গীরপুর বকুলতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ওয়ালিদ হাসান (১০)। শনিবার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বকুলতলা মোড়ে বাইসাইকেলে করে মুরগি কিনতে যায়। মুরগি নিয়ে বাড়ি ফেরার মুহুর্তে একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির দুলাভাই ফারুক হোসেন জুয়েল বলেন, ‘ওয়ালিদ মুরগি কিনতে জাহাঙ্গীরপুর মোড়ে আসে। এরপর বাড়িতে খবর যায় ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেছে। আমরা দ্রুত হাসপাতালে গিয়ে জানতে পারি ওয়ালিদ হাসান আর নেই। ট্রাকটি কেউ চিনতে পারেনি, তবে ভাটার ট্রাক বলে অনেকে জানিয়েছেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনজুম সানিয়া বলেন, ‘শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। মাথায় আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অজ্ঞাত ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। ট্রাকটি খুজে বের করার চেষ্টা চলছে।’
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় পাশাপোল বাজারের অদূরে একটি ইট ভাটা আছে। ওই ভাটার ট্রাকসহ উপজেলার বিভিন্ন ভাটার ট্রাক মাটি ও ইট বহনে প্রতিটি সড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দাপিয়ে বেড়ায়। এতে সব বয়সের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করাতে হচ্ছে।