০২ জানুয়ারি ২০২১, ২১:১৮
বঙ্গবন্ধুর ছবিতে আগুন
বঙ্গবন্ধুর ছবি সংবলিত তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার বাগেরহাটের মোংলা উপজেলায় লেবার পার্টির পৌর নির্বাচন উপলক্ষে বানানো তোরণে এ ঘটনা ঘটেছে।
মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে পোড়ানো ছবির আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।