১৫ ডিসেম্বর ২০২০, ১৯:৪২

বিবাহিত নারীকে পাত্রী সাজিয়ে বিজ্ঞাপন

মোসা. তামান্না  © সংগৃহীত

বিবাহিত এক নারীকে পাত্রী সাজিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মোসা. তামান্না (২৭) এক নারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে রামপুরায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তামান্না জামালপুরের ইসলামপুর থানার গোয়ালেরচর এলাকার মো. ফারুক হোসেনের স্ত্রী। বর্তমানে ঢাকার রামপুরায় ই ব্লকের ৫ নস্বর রোডের ২৩ নম্বর বাড়ির ৭ম তলায় থাকেন। এর আগে চক্রের মূলহোতা সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল (৩০), মো. সিরাজুল ইসলাম সিরাজ (৪০), ফিরোজ মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক গণমাধ্যমকে বলেন, এই চক্র সাধারণত কানাডার সিটিজেন সুন্দরী বিধবা সন্তানহীন নামাজি পাত্রীর জন্য ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী বয়স্ক পাত্রের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। চক্রের গ্রেফতার পুরুষ সদস্যরা সাদিয়া ও তামান্নাকে পাত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি করতেন। এরপর পাত্রীর সঙ্গে নিয়মিত কথোপকথন ও দেখা-সাক্ষাৎ করার মাধ্যমে বিশ্বাস অর্জন করে কানাডায় নিয়ে যাওয়া বাবদ ইমিগ্রেশন, ম্যারেজ সার্টিফিকেট, ভিসা প্রসেস ইত্যাদির নামে অর্থ হাতিয়ে নিতো।

এই চক্রের কাছে প্রতারণার শিকার অনেক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট এ পর্যন্ত চক্রের মূলহোতা জান্নাতুল ফেরদৌসসহ চার সদস্যসকে গ্রেফতার করে।