১০ ডিসেম্বর ২০২০, ১৩:২০

আয়াজ হত্যা মামলায় সিটি কলেজের জিসানের আমৃত্যু কারাদণ্ড

আয়াজ হক  © ফাইল ফটো

ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তৌহিদুল ইসলাম, আবু সালেহ মো. নাসিম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ ও আরিফ হোসেন রিগ্যান। তারা সবাই রাজধানীর সিটি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র।

এর আগে কারাগার থেকে আসামি জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এসময় আসামিদের সাজা পরোয়ানা করে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৯ জুন সিটি কলেজে প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ও খরচের টাকা তোলা নিয়ে আয়াজের বড় ভাই সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আশদিন হকের সঙ্গে আসামিদের প্রথমে কথাকাটাকাটি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওইদিন বিকেলে ধানমন্ডির জিগাতলায় আয়াজকে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট করেন আসামিরা।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আয়াজ হত্যার ঘটনায় বাবা আইনজীবী শহীদুল হক ২০১৪ সালের ৯ জুন ধানমন্ডি থানায় মামলা করেন। ২০১৫ সালের ১৩ মে এসআই সাহিদুল বিশ্বাস ৪৭ জনকে সাক্ষী করে অভিযোগপত্র দাখিল করেন।