মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নামে নিয়োগ বাণিজ্য, ব্যবস্থা নেয়ার নির্দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশের কয়েকটি জেলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।
গত সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ শাহজাহান আহম্মেদ স্বাক্ষরিত এ সম্পর্কিত বিজ্ঞপ্তি দেশের তিনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলাগুলো হলো বগুড়া, যশোর ও ঝিনাইদহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক পদবি ব্যবহারকারী আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজেকে সারাদেশের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক ঘোষণা দিয়ে বগুড়া, যশোর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কথিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়নি। এ কারণে অভিযোগগুলো তদন্ত করে নিয়োগ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।