০৯ ডিসেম্বর ২০২০, ১২:২২

বাংলাদেশ থেকে এবার আমেরিকায় ইয়াবা পাচার!

ডাকযোগে ইয়াবার চালান পাঠানোর সময় তা উদ্ধার করেছে পুলিশ  © সংগৃহীত

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এবার আমেরিকায় ইয়াবা পাচারের প্রমাণ পেয়েছে পুলিশ। ডাকযোগে নিউইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের এ পন্থার তথ্য। তাদের দেওয়া তথ্যানুযায়ী, গুলিস্তানের জিপিওর সহায়তা চায় পুলিশ।

পরে সেখানকার কর্মকর্তাদের সহায়তায় একটি পার্সেল খুঁজে বের করে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অরিন মাহজাবিন নামে একজনের কাছে ইয়াবাগুলো পাঠানো হচ্ছিল। এর আগেও একইবাবে নিউইয়র্কে ইয়াবা পাচারের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নাহিদ পারভেজ তাহিন (৩৭), মিজানুর রহমান জুয়েল (৩৮), এনাম হোসেন খান রাহাত (৪০) ও রাজিব হাওলাদার (২৮)।

গত রোববার খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নিকট থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গত সোমবার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। তারা চারজন সম্প্রতি কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে ইয়াবার চালানের পার্সেলটি সংগ্রহ করেন বলে জানায় পুলিশ।

এরপর গত ৬ ডিসেম্বর নিউইয়র্কে পাঠাতে জিপিওতে জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেলটি খোলা হয়। এতে দু’টি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় ও লেগ হোলের সেলাইয়ের ফাঁকা জায়গায় অভিনব পন্থায় প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। এতে মোট দুই হাজার ৪০ পিস ইয়াবা ছিল।

খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জুলফিকার আলী জানান, বনশ্রী এলাকায় কয়েকজন মাদকবিক্রেতা অবস্থান করছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নিউইয়র্কে ইয়াবা পাচারের তথ্য বেরিয়ে আসে। গত ৯ নভেম্বর একই ঠিকানায় আরও একটি ইয়াবার চালান পাঠানো হয়েছিল। কিন্তু পার্সেলটি পৌঁছেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।