০৭ ডিসেম্বর ২০২০, ১৩:৩৮

বানেশ্বরে অবাধে চলছে মাদক ব্যবসা, ধরাছোঁয়ার বাইরে মূলহোতা

প্রতীকী ছবি

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রামে অবাধে চলছে মাদক ব্যবসা। আর এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তাদের ওপর নেমে আসে খড়গ।

এলাকাবাসী ও স্থানীয়রা বলেন, বানেশ্বর পূর্বপাড়া গ্রামে দিনরাত সবসময় চলে মাদক কারবারিদের ব্যবসা। মাদক সেবীদের নিরাপদ স্থান হওয়ায় নির্বিঘ্নে চলে তাদের ফেনসিডিল, ইয়াবা, টাফেনটা ট্যাবলেট, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক সেবনের কাজ। তবে মাদক সেবীদের আনাগোনা লক্ষ্য করা যায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত। রাত যতবাড়ে মাদক সেবীদের জন্য বানেশ্বর পূর্বপাড়া গ্রাম পরিণত হয় অভয়ারণ্য।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে জানিয়েছেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বানেশ্বর পূর্বপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মিলন, দীর্ঘ দিন ধরে বানেশ্বর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ীতে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে থাকে। যা এলাকায় মাদকের হাট নামে পরিচিতি রয়েছে। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন মাদকসেবী ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন ক্রয় করে থাকে।

মাদক সম্রাট মিলন মাঝেমধ্যে কৌশল পরিবর্তন করে ভাড়াটে লোকদিয়ে মাদক বিক্রয়ের নিরাপদ আস্তানা গড়ে তুলে বলে এলাকাবাসী জানিয়েছে। এছাড়াও মহামারী করোনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেখানকার কোমলমতি শিক্ষার্থীদের হাতেও ইয়াবা তুলে দিয়ে তাদের মাধ্যমে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা মাদক সম্রাট মিলন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভুক্তভোগী একজন সচেতন ব্যাক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ী পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর কর্তৃক মাঝে মধ্যে মাদক সম্রাট মিলন গ্রেফতার হলেও জামিনে এসে অজ্ঞাত কারণে এখনও পর্যন্ত প্রকাশ্য চালিয় যাচ্ছে মাদক ব্যবসা মাদক সম্রাট মিলন।

বানেশ্বর পূর্বপাড়া গ্রামের মাদকের হাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী এলাকাবাসী।

বানেশ্বর পূর্বপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।