স্কুলের প্রিন্সিপালকে কুপিয়ে হত্যা করলেন আরেক শিক্ষক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০১:৩৫ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ০১:৩৫ PM
৩০ বছরের এক স্কুল প্রিন্সিপালকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর আত্মীয়র বিরুদ্ধে। কোপানোর সময় বাধা দেওয়ায় মৃতের স্ত্রী ও ছোট মেয়েকেও আঘাত করে অভিযুক্ত। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ছোটাওদেপুর জেলায়। অভিযুক্ত নিজেও একজন সরকারি স্কুলশিক্ষক। তার নাম ভারত পিঠিয়া, বয়স ২৮ বছর। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে ইন্ডিয়া টাইমস’র বাংলা গণমাধ্যম এইসময় জানিয়েছে, গত শুক্রবার সকালে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তারপর থেকেই অভিযুক্তকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত প্রথমে একটি ধারালো অস্ত্র দিয়ে প্রিন্সিপাল ও তার আত্মীয় মেরামান পিঠিয়াকে কোপায়। বাধা দিতে গেলে স্ত্রীরও আঘাত লাগে। একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে মেরামানকে। ওই দম্পতির ছোট মেয়েকেও ধারালো অস্ত্রের আঘাত করেছেন ওই শিক্ষক।
পুলিশ জানিয়েছে, ভারত ও মেরামান দুজনেই জুনাগড়ের ভানথালির বাসিন্দা। একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল মেরামান, নাসভাদিতে অবস্থান প্রতিষ্ঠানটির। অভিযুক্ত সেখানকারই একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। মৃত ব্যক্তি ও তাঁর পরিবার একটি ভাড়া বাড়িতে থাকতেন। এর উল্টোদিকেই থাকেন অভিযুক্ত ও তার পরিবার। কিন্তু কী কারণে এমন হামলা তা এখনও জানতে পারেনি পুলিশ। এ বিষয়ে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।