ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

  © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ অভিভাবকরা। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক বেলাল হোসেন মাদ্রাসার মোক্তব বিভাগের শিক্ষক।

পুলিশ জানান, একই মাদ্রাসার নাজেরা (তৃতীয় শ্রেণী) আবাসিক বিভাগের এক শিশু শিক্ষার্থীকে নিয়মিত বলৎকার করতেন বেলাল হোসেন। ওই শিক্ষার্থী আজ শুক্রবার সকালে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারকে সব বলে দেয়। দুপুরে ওই শিক্ষার্থীর পরিবার লোকজন নিয়ে মাদ্রাসায় এসে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রেখেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ছাত্রকে বলৎকারের অভিযোগে গণপিটুনি খাওয়া মাদ্রাসা শিক্ষককে ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদি হয়ে মাদ্রাসা শিক্ষক বেলাল হোসেনকে আসামি করে মামলা করেছেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।


সর্বশেষ সংবাদ