গাজীপুরে গাড়িচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ  © ফাইল ফটো

গাজীপুর মহানগরীতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার বিকালে মহানগরীর বাসন থানার মোগড়খাল এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান (৪৬) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঢাকার সাভারে বেক্সিমকো পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার সালন্দর থানার কচুবাড়ী কৃষ্টপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে।

আহত পুলিশ কনস্টেবলের নাম তৌহিদুর রহমান তুহিন (২২)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার বীরকতমতলী কাঁঠালিয়াবিড় এলাকার আবদুল লতিফের ছেলে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইনের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা সাইফুর রহমান এবং কনস্টেবল তুহিন মোটরসাইকেলে সরকারি কাজে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইনে যাচ্ছিলেন।

পথিমধ্যে বিকাল সোয়া ৪টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে গাজীপুর-ভুলতা সড়কের ভোগড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরকাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে এসআই সাইফুর রহমান মারা যান।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ