বাইক চালাচ্ছিল ছেলে, ছিনতাই করল পেছনে থাকা মেয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছিনতাই হওয়া আইডি কার্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছিনতাই হওয়া আইডি কার্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার(২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মিরপুর আইডিয়াল কলেজের সামনে থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি।

জানা গেছে, ছিনতাইয়ের শিকার হওয়া ওই শিক্ষার্থীর নাম নকিয়া সুমাইয়া। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী।

এদিকে ছিনতাইয়ের শিকার হওয়া ওই শিক্ষার্থী জানান, আমি রাস্তায় দাড়িয়ে ছিলাম, হঠাৎ করে একটি বাইক আমার সামনে দিয়ে যাচ্ছিলো। একটি ছেলে বাইকে যাচ্ছিলো আর একটি মেয়ে বাইকের পিছনে বসে ছিল।

তিনি জানান, বাইকের পিছনে থাকা মেয়েটি আমার হাতের ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ব্যাগের ভিতর থেকে পার্স বের করে ব্যাগটা ফেলে চলে যায়। পার্সের ভিতর আমার এনআইডি, হল কার্ড, ভার্সিটির স্মার্ট কার্ড এবং তিন হাজার টাকা ছিলো।

এসময় তিনি জানান, কার্ডগুলো হারিয়ে আমি এখন নিঃস্ব ফিল করছি। মিরপুরের মধ্যে যেকোনো জায়গায় কেউ কার্ডগুলো পেলে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে এরই মধ্যে তিনি কাফরুল থানায় একটি জিডি করেছেন বলে জানা গেছে।