সামান্য অসাবধানতায় মুহুর্তেই প্রাণ গেল দুই ছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১০:০৬ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২০, ১০:০৬ AM
নরসিংদীর রায়পুরায় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। সোমবার (২ নভেম্বর) উপজেলার মহিষমারায় সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ছাত্র হলো, দিদার মিয়া (১৫) ও রায়হান মোল্লা (১৬)।
এ ঘটনায় আহত তিন জন হলো, হাছান মিয়া (৩৫), মো. কারি (১৪) ও শামীম (১২)। রায়পুরা থানার উপপরিদর্শক দেব দুলাল দে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তার পাশে থাকা সোলার স্ট্রিট লাইটের ব্যাটারিতে চার্জ না হওয়ায় আলো জ্বলছিল না। সোমবার কয়েকজন যুবক ও ছাত্র মিলে খুঁটিটি পাশেই খোলা স্থানে সরানোর উদ্যোগ নেয়। এ সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে খুঁটির সংযোগ ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় পাঁচজন।
এরমধ্যে রায়হানকে নরসিংদী সদর হাসপাতাল ও দিদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়।
আহত হাসান বলেন, বাড়ি ফেরার পথে দেখতে পাই চার জন মিলে সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরাচ্ছিল। তারা খুঁটি সরাতে না পারায় তাদের সঙ্গে আমিও যোগ দেই। এসময় বিদ্যুতের তারের সঙ্গে খুঁটির সংযোগ ঘটলে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ি।’
এসআই দেব দুলাল বলেন, দু’জন মারা যাওয়ার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।