মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০১:৫৩ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২০, ০১:৫৩ PM
রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে আহির বিশ্বাস (১৫) নামে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
অহিরের মামা তাপস কান্তি জানান, মাদারীপুর ডাসার উপজেলার শষিকর গ্রামে তাদের বাড়ি। তার বাবা ডা. রঞ্জিত বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ায় এক বেসরকারি হাসপাতালের সহযোগী অধ্যাপক। সেখানেই থাকেন তিনি। আর মা সংগীত শিল্পী রমা বাড়ৈ আহির ও ছেলেকে নিয়ে মগবাজারে ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, মির্জাপুর ভারতেশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন আহির। সকালে আহিরের মামা তার মায়ের কাছ থেকে সংবাদ পান, সে রুমের দরজা খুলছে না। পরে সেখানে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান তাকে। সঙ্গে সঙ্গে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসায় পড়াশোনা করতে না চাওয়ায় আগেরদিন রাতে আহিরের মা তাকে বকাঝকা করেছিলেন। এ কারণেই তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।