বেলজিয়ামে ক্লাসে মহানবীর (সা.) কার্টুন প্রদর্শন, বরখাস্ত হলেন শিক্ষক

মহানবীকে (সা.) অবমাননার দায়ে বেলজিয়ামে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে
মহানবীকে (সা.) অবমাননার দায়ে বেলজিয়ামে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে  © ইন্টারনেট

এবার ইউরোপের আরেক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি স্কুলের ক্লাসে মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেছেন এক শিক্ষক। এর জেরে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার এ ঘটনা ঘটে।

ডেইলি মেইল জানিয়েছে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদুতে মহানবী (সা.)-এর যে কার্টুন প্রকাশ হয়, ওই শিক্ষক সেটি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। এছাড়া এ কাজ করে কীভাবে ফরাসি স্কুলশিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন তিনি।

এ ঘটনায় বরখাস্ত হওয়া ওই স্কুলশিক্ষকের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তিনি ক্লাসে ওই কার্টুন প্রদর্শন করার পর কয়েকজন অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে বরখাস্ত করা হয়। এখন তার চাকরি থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই স্কুলশিক্ষক ক্লাসে ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)-এর কার্টুনগুলো শিক্ষার্থীদের দেখান। তিনি তখন বলেন, যারা দেখতে চায় না, তারা মাথা নিচু করে থাক।


সর্বশেষ সংবাদ