র্যাবের হাতে আটক বেরোবির ২ কর্মচারী সাময়িক বরখাস্ত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগে কর্মরত ল্যাব এ্যাটেনডেন্ট (মেডিকেল এ্যাসিসটেন্ট পদের বিপরীতে) মো. আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেলে কর্মরত এমএলএসএস মো. পারভেজ অবৈধ মাদকদ্রব্যসহ র্যাবের হাতে আটক হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছে।
জানা গেছে,, রংপুর মহানগরীর আলমনগরস্থ ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দ্যেশ্যে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় বুধবার রাত ১২টায় তাদের গ্রেফতার করে র্যাব-১৩। এসময় তাদের নিকট থেকে দুই বোতল দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়ের এক হাজার পাঁচশত টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণী এর ২৪(ক) ধারায় মামলা করেন আটককারী র্যাবের কর্মকর্তা।