পাকিস্তানে মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে
পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে  © দ্য ডন

পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। পেশোয়ারের দির কলোনির জামিয়া জুবেরিয়া মাদ্রাসায় এ বোমা হামলার ঘটনা ঘটে।

হতাহতের মধ্যে বেশির ভাগই শিশু বলে দ্য ডন অনলাইনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির সামনের অংশ ধসে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার আশপাশ। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে আগে থেকেই একটি বিস্ফোরক ভর্তি ব্যাগ সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে আনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।


সর্বশেষ সংবাদ