১৫ অক্টোবর ২০২০, ১২:৩৫
ছাত্রীকে গণধর্ষণ মামলায় দেশে প্রথম ৫ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের ভুঞাপুরে এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
গত মঙ্গলবার অধ্যাদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর ধর্ষণ মামলায় দেশে কোনো মৃত্যুদণ্ডাদেশের এটাই প্রথম আদেশ। এর আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়।
পরদিন অধ্যাদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হয় এটি।
এরপর আজ এই আদেশ দেয়া হল। ২০১২ সালে টাঙ্গাইলের ভূঞাপুরে গণধর্ষণের শিকার হন ওই মাদ্রাসা শিক্ষার্থী।