দিনে ডাক্তার রাতে ওয়ার্ডবয় পরিচয়ে প্রতারণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১০:১১ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২০, ১০:২২ AM
দিনের বেলায় চিকিৎসক ও রাতে ওয়ার্ডবয় পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে বদলগাছীর পাহাড়পুর একিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহিদুল ইসলামের বিরুদ্ধে।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের পাশেই তিনি প্রায় পাঁচ বছর ধরে রেজিস্ট্রেশনবিহীন অবৈধভাবে একিয়া ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করে আসছেন। জাহিদুল ইসলাম বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের সুবিদ আলীর ছেলে।
জানা গেছে, জাহিদুল ইসলাম মানবিক বিভাগে ১৯৯৮ সালে মাধ্যমিক ও ২০০০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তার রয়েছে গ্রাম্য ডাক্তারের সনদপত্র। তবে এলাকায় নিজেকে তিনি অভিজ্ঞ ডাক্তার বলে পরিচয় দেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার নিজের ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। এসব রোগী দেখার পাশাপাশি বিরতিতে নিজেই করছেন আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি এবং এক্স-রে।
এসব রিপোর্টে নিজেই স্বাক্ষর করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম ব্যবহার করে। সূত্র জানায়, প্রকৃতপক্ষে জাহিদুল পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদরের রওশন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এমএলএসএস পদমর্যাদার একজন ওটি বয় (অপারেশন থিয়েটারে সাহায্যকারী) হিসেবে কর্মরত। এখানে তিনি রাতে ওয়ার্ডবয় হিসেবে ডিউটি করেন।
অন্যদিকে দিনে তার নিজের ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখেন। মানবিক বিভাগের ছাত্র হয়ে এমবিবিএস বা ডাক্তারি পড়া যায় কি না এমন প্রশ্নে জাহিদুল ইসলাম বলেন, ওটা আমার ভুল হয়েছে। একিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহিদুল ইসলাম বলেন, রাতে তিনি জয়পুরহাটের একটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওটি বয় হিসেবে কাজ করেন।
তার নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করেন না বলে তিনি দাবি করেন। ভারতের শিয়ালদহ স্টেশন সংলগ্ন ইন্ডিয়ান কাউন্সিল অব অল্টারনেটিভ মেডিসিন কলকাতা থেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছেন বলে তার দাবি। তার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগপ্রাপ্ত কোনো ডাক্তার বা প্যাথলজিস্ট কিংবা সনোলজিস্ট নেই।
সবাই অনকলে আসেন অথবা অনলাইনে রিপোর্ট দেখে দেন এবং আগেই রিপোর্টের সাদা পাতায় স্বাক্ষর করে রাখেন। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশন নবায়নের সময় স্বাস্থ্য অধিদফতরের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, একিয়া ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।