১২ অক্টোবর ২০২০, ১০:৩৯

ঘরে ঢুকে এনজিও কর্মীকে দল বেঁধে ধর্ষণ, ভিডিওচিত্র ধারণ

মামুন শেখ (৩০)   © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দল বেঁধে এক এনজিও কর্মীকে (২৫) ধর্ষণ ও সেই ঘটনার ভিডিওচিত্র ধারণের অভিযোগে মামলা হয়েছে।

শনিবার রাতের ঘটনায় পরের দিন রোববার বিকেলে ওই নারী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, ওই ঘটনায় জড়িত অভিযোগে রোববার বিকেলে মামুন শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় রিকশাচালক। তাঁর কাছ থেকে ধর্ষণের সময় ধারণ করা একটি ভিডিও উদ্ধার করা হয়। বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি খুলনার দৌলতপুরে। তিনি ফকিরহাট উপজেলায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করেন।

মামলার এজাহারের কথা উল্লেখ করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, শনিবার রাতে একদল যুবক ওই নারীর ভাড়া ঘরের দরজায় কড়া নাড়েন। তিনি দরজা খুলে দিলে তাঁরা ঘরে ঢুকে বলতে থাকেন, এক প্রতিবেশীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক আছে।

ওসি বলেন, ঘরের মধ্যে ঢোকার পরে তাঁরা ওই নারীকে দল বেঁধে ধর্ষণ করেন। ওই সময় তাঁরা ধর্ষণের ভিডিওচিত্রও ধারণ করেন। এই মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।