ধর্ষণের প্রতিবাদে মাদারীপুরবাসীর মানববন্ধন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৮:৩৪ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২০, ০৮:৩৪ PM
দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষণের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করে পূর্ববর্তী সকল ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ অক্টবর বেলা ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'ধর্ষণের বিরুদ্ধে আমরা মাদারীপুরবাসী' ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মাদারীপুরের প্রায় তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী ও জনগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
এই কর্মসূচিতে দেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের বিচার দাবি করে বক্তব্য রাখেন, মিনহাজুল আবেদীন জয়, রাকিব ইসলাম, ফাতেমা তুজ জোহরা বিন্তুন, ছাব্বির রহমান, শামীমা নাসরিন, মো নাঈম খান সহ আরও অনেকে। (সকলেই মাদারীপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত) মানববন্ধন শেষে একটি র্যালি মাদারীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, দেশে গত ৯ মাসে ৯৭৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ জন। তাদের মধ্যে সংঘবদ্ধধর্ষণের শিকার হয়েছেন ২০৮ নারী। গড়ে প্রতিদিন ৩ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর একটি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।