হয় মৃত্যুদণ্ড, নয় যাবজ্জীবন—নোয়াখালীর ভুক্তভোগী নারী
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী। সোমবার বেসরকারি টেলিভিশন ডিবিসিকে দেয়া বক্তব্যে এ দাবি জানান তিনি।
ওই নারী বলেন, আমি চাই এই ছেলেগুলোর মৃত্যু হোক (মৃত্যুদণ্ড), না হয় যাবজ্জীবন জেল হোক। আমার এটাই দাবি আর কিছু না। তিনি বলেন, আমি যে দেশগ্রামে থাকবো, কথা বলবো, তারা আমার এমন কোনো অবস্থা রাখেনি। আমার তো মরার অবস্থা। অন্য কোনো মেয়ে-ছেলে হলে বিষ খেত, গলায় দঁড়ি দিত, আমি এখনো বেঁচে আছি।
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে রোববার আব্দুর রহিম (২২) ও মো. রহমত উল্যাহ নামে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় নোয়াখালীতে গ্রেফতার হওয়া দুই আসামির ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ডিবিসিকে দেয়া সাক্ষাৎকারটি দেখুন