০৩ অক্টোবর ২০২০, ০৯:১২

অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হামলায় অস্ট্রেলীয় নাগরিকের কারাদণ্ড

রেস্তোরাঁয় গর্ভবতী এক মুসলিম নারীর ওপর হামলাকারী শ্বেতাঙ্গ

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি রেস্তোরাঁয় গর্ভবতী এক মুসলিম নারীর ওপর হামলাকারী শ্বেতাঙ্গ এক বর্ণবাদীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত বৃহস্পতিবার রায় ঘোষণার সময় সিডনির ওই আদালতের বিচারক ক্রিস্টোফার ক্রেজ বলেন, নিঃসন্দেহে আসামি একজন খারাপ প্রকৃতির মানুষ। তিনি একই সঙ্গে অনাগত এক শিশু ও তার মায়ের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালের নভেম্বরে রানা এলাসমার নামে ওই মুসলিম নারী সিডনিতে একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় স্টিপার লজিনা নামে ৪৪ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ এক বর্ণবাদী গর্ভবতী ওই মুসলিম নারীকে হিজাব পরায় এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে ওই নারী হামলাকারীর কিল-ঘুষিতে মাটিতে পড়ে যান।

এ সময় রেস্তোরাঁটির কর্মীরা এসে রানা এলাসমারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিরপরাধ ওই নারীকে ১৪টি ঘুষি মারে শ্বেতাঙ্গ ওই বর্ণবাদী। হামলার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখন নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় ওঠে।

বৃহস্পতিবার আদালতে এ সময় হামলার শিকার ওই নারী তিন বছরের শিশুকে নিয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, হামলার সময় লোকজন এগিয়ে না এলে সেদিন আমাকে মেরেই ফেলত ওই বর্ণবাদী।

আমি বহুকষ্টে সেদিন আমার পেটের সন্তানকে হামলাকারীর কিল-ঘুষি থেকে রক্ষা করেছি। হামলার পর বেশ অসুস্থ হয়ে পড়ি আমি। এ ঘটনার তিন মাস পরই আমি একটি পুত্রসন্তান প্রসব করি।

 

দেখুন ভিডিও...