০১ অক্টোবর ২০২০, ০৮:২৭

বাথরুমের ঝরনায় ঝুলছিল আনিকার নিথর দেহ

রাজধানীর একটি বাসা থেকে আনিকা আক্তার নামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে  © প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের মায়াকাননের একটি বাসা থেকে আনিকা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

আনিকা শরিয়তপুরের নড়িয়া উপজেলার আটপাড়া গ্রামের মো. আলমের মেয়ে। সে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্রী। দুই ভাই-বোনের মধ্যে বড় সে। পরিবারসহ মায়াকাননের ওই বাসায় ভাড়া থাকত তারা।

আনিকার চাচা মো. শাহিন বলেন, গোসল করার কথা বলে আনিকা বাথরুমে ঢুকলেও দীর্ঘ সময় পরও বের হচ্ছিল না, কোনো সাড়াশব্দও পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হলে তাকে অনেক ডাকাডাকি করেন সবাই।

কিন্তু সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুরে পরিবারের সদস্যরা তাকে ঝরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কেউই তার বাথরুমে ঝুলে থাকার কারণ বলতে পারেননি। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।