৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৮

স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড  © সংগৃহীত

খুলনায় দশ বছর আগে মফিজুল ইসলাম বাপ্পী নামে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এ মামলায় আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. রকি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- নজরুল, রবিউল, আলামিন, মিলন ও মুজিব হাওলাদার। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ইব্রাহিম ও হাসান নামে দুইজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল জানান, রায় ঘোষণার সময় রকি, নজরুল ও আলামিন আদালতে উপস্থিত ছিলেন; বাকিরা পালাতক রয়েছেন। দণ্ডিত প্রত্যেক আসামিকে বিচারক ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, খালিশপুরে প্লাটিনাম জুটমিলসের স্কুলছাত্র মফিজুল ইসলাম বাপ্পী (১৬) ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা বাপ্পীর বন্ধু রাজুর ওপর হামলা করে।

এ সময় বন্ধুকে বাঁচাতে বাপ্পী হামলাকারীদের বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয়। এই সুযোগে রাজু পালিয়ে যায়।পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে বাপ্পীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমানের দায়ের করা মামলায় গ্রেপ্তার রকি ও নজরুল আদালতে জবানবন্দিও দেন।

তদন্ত শেষে ২০১২ সালের ৩১ মার্চ পুলিশ অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।