নীলার হত্যাকারীদের ছাড় দেয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান  © ফাইল ফটো

সাভারের ১০ম শ্রেণীর ছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাভারের সংসদ সদস্য (ঢাকা-১৯) ডা. এনামুর রহমান বলেছেন নীলার হত্যাকারী তথা মানুষ হত্যাকারীদের কোনো কোনো ছাড় দেয়া হবে না।

শনিবার দুপুরে সাভারের গেন্ডায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নীলা হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, এ হত্যার সঙ্গে জড়িত শাকিল ও সাকিবের বাবা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে দল থেকে বহিষ্কার করা হবে।

সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, পৌর মেয়র আবদুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা প্রমুখ।


সর্বশেষ সংবাদ