২১ সেপ্টেম্বর ২০২০, ২২:২০

৫ দিনের রিমান্ডে মুফতি জিহাদী

সদ্য প্রয়াত হেফাজতের আমীর আল্লামা শফী ও মুফতি আলাউদ্দিন জিহাদী  © ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির করায় গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী।

শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ। তিনি আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আল্লামা শফীকে নিয়ে উনার ফেসবুক পেজে কটূক্তিসহ অসঙ্গতিপূর্ণ মন্তব্য করেন আলাউদ্দিন জিহাদী। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজতের আমির আল্লামা শফী। রাতেই আল্লামা শফীর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। পরে বাদ জোহর হাজারো ভক্ত-অনুসারী ও হেফাজতের কর্মী-সমর্থকদের অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লামা শফীর জানাজা সম্পন্ন হয়।