মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করে বখাটের হামলায় প্রাণ গেল মায়ের
নীলফামারীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মাকে এক বখাটে ও তার পরিবার ব্যাপক মারধর করে। দীর্ঘ ১৩ দিন ধরে ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার ওই নারী মারা যান। মৃত ওই নারীর নাম নুরজাহান বেগমকে (৪০)। এই ঘটনায় অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তর করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা গয়াবাড়ী গ্রামের সুটিবাড়ী বাজার সংলগ্ন আমিনের স্কুল পড়ুয়া মেয়ে গোসল করছিল। এ সময় সেখানে প্রতিবেশী আব্দুল খালেকের ছেলে সজিব ঢিল মারে। স্কুল ছাত্রীটির মা এর প্রতিবাদ করলে আব্দুল খালেকের স্ত্রী খদেজা বেগমসহ পরিবারের লোকজন তার (নুরজাহান) উপর হামলা চালায়। তাকে এলাকার লোকজন হাসপাতালে ভর্তি করেন।
দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ডিমলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নুরজাহানের ছেলে শাহ আলম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর ডিমলা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে সজিবকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে। শনিবার সকালে নুরজাহানের লাশ জেলার মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।